Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খলাছড়া ইউনিয়নের ইতিহাস

 ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ ১৯৫৯-খ্রি. স্থাপন কালত্তোর যাত্রা শুরু করে । প্রথমত ইউনিয়টি ছিল চেয়ারম্যানের বাড়ীতে। চেয়ারম্যান তাহার বাড়ীতে ইউনিয়নটি পরিচালনা করেন। ই্‌উনিয়নের যাবতীয় কাজ তিনি তাহার বাড়ীতে করতেন। তারপর স্বাধীনতাত্তোর  নির্বাচন হল। নির্বাচনে বিজয়ী জনাব আকরাম আলী চেয়ারম্যান তিনি কাচা একটি ঘরে (বর্তমান কার্যালয়ের ভূমিতে) ইউনিয়টি পরিচালনা শুরু করেন। এর পর নির্বাচন হল নির্বাচিত হলেন অনেক চেয়ারম্যানগণ । ইউনিয়নের অগ্রযাত্রা চলে , এরই মধ্যে ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ, বর্তমান পরিষদের চেয়ারম্যান জনাব কবির আহমদের তত্বাবধানে  আদর্শ ইউনিয়ন হিসেবে  আখ্যায়িত হয়। আজও এই আদর্শ ইউনিয়ন হিসেবে বিদ্যমান।