Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৪নং খলাছড়া ইউনিয়ন

এক নজরে ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ

জকিগঞ্জ,সিলেট।

স্থাপন কাল:১৯৫৯ইং

উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দৃরত্ব : সড়ক পথে ০১(এক) কি:মি:

আয়তন: ২৫ বর্গ কি:মি:

সীমা : পৃর্বে সুলতানপুর ইউ/পি,পশ্চিমে বীরশ্রী ইউ/পি,উত্তরে কাজলশাহ ও মানিকপুর ইউ/পি,দিক্ষনে,জকিগঞ্জ পেৌরসভা,জকিগঞ্জ ইউ/পি এবং কুশিয়ারা নদী।

০১। মেৌজা সংখ্যা: ০৮টি।

০২। গ্রামের সংখ্যা: ৩৭টি।

০৩। জন সংখ্যা: মোট-৩০৯৩৬ জন,পুরুষ-১৫৬৫৩জন,মহিলা-১৪৯৮৩ জন।

০৪। খানার সংখ্যা: ৩৫৮৩ টি।

০৫। ভোটার সংখ্যা: ১১৫৮২ জন।

০৬। জমির পরিমান(একরে): মোট-৪০২০একর,কৃষি-৩৪০০একর,অকৃষি-৬২০ একর।

০৭। নলকূপের সংখ্যা: গভীর ১০টি,অগভীর-৬৫৭টি।

০৮। শিক্ষার হার-৪৮%।

০৯। প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: সরকারী ১২টি,বেসরকারী ০১টি,এন,জি,ও  পরিচালিত প্রাথমিক বিদ্র্যালয় ০২টি।

১০। মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা: সরকারী- নাই,বেসরকারী ০২টি।

১১। মাদ্রাসার সংখ্যা: দাখিল মহিলা মাদ্রাসা  ০১টি,কওমী ০২টি অন্যান্য ০১টি।

১২। ধর্মীয় প্রতিষ্টানের সংখ্যা: মসজিদ ৩৭টি,মন্দির০৯টি।

১৩। রাস্থা ও সড়কের পরিমান:পাকা ২.৫৮কি:মি:,ইট সলিং-১.৭৮কি:মি:,কাচা-৫১কি:মি:।

১৪। হাট বাজার তিনটি, বালুমহল নাই, জল মহাল ০৩টি।

১৫। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা-নাই।

১৬। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা-সরকাররী নাই,বেসরকারী-০২টি।

১৭। কলেজের সংখ্যা-নাই।

১৮। জন্ম নিবদ্ধনের সংখ্য শতকরা হারে(জুন/১২)-২৫৮৮৬জন,৮৫%।

১৯। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা শতকারা-৪০৭ টি,৮.৫৮%।

২০। সক্ষম দম্পতির সংখ্যা-৩৬২২জন।

২১। পরিবার পরিকল্পনা গ্রহনকারী সংখ্যা-২৯২৪জন,৮০%।

২২। ব্যাংকের শাখা-নাই।

 

 

নিম্নে ওয়ার্ড ভিত্তিক গ্রামের নাম ও জনসংখ্যা প্রদত্ত হলো:

 

 

১নং ওয়ার্ড

 

গ্রামের নাম                                                                      জনসংখ্যা                                              

ষাইটশেৌলা ,দুপড়ীর পার,ইসলামপুর,                                               ২৩৪৩

 

২নং ওয়র্ড

গ্রামের নাম

পশ্চিম বেউর,পূর্ব বেউর,আমবাড়ী,                                                  ২৭৯২

 

৩নং ওয়ার্ড

কাপনা,গাগলাজুর,ধলীগাও,                                                            ২৩১৯

 

৪নং ওয়ার্ড

পশ্বিম লোহারমহল,পূর্ব লোহারমহল,উত্তর লোহারমহল,                              ২৫৬৩

 

৫নং ওয়ার্ড

শেখপাড়া ,ভূইয়ার মুরা ,দক্ষিণ মাদারখাল,খলাছড়া,বসনপুর                       ৩৭৫১

 

৬নং ওয়ার্ড

উত্তর মাদারখাল,নওযাগাসহ                                                              ২০৬৫

 

৭নং ওয়ার্ড

 

পশ্চিম লামারগ্রাম,তেরাপুর,ডিগ্রী,খলাছড়া একাংশ,উত্তর নওগ্রাম কদমতলা                  ১৯৯৬

 

৮নং ওয়ার্ড

 

পূর্ব লামারগ্রাম,বনতেরাপুর,ঘারপুর,হামিন্দপুর,দিঘীরপার,হলদির পার            ২৪০৩

সদরপুর

৯নং ওয়ার্ড

 

মুলিকান্দি,তেলিকান্দি,বনগ্রাম,সদরপুর্ একাংশ ,খিলসদর পুর                      ২৩২৪